কর্মী নিয়োগের দৃষ্টিকোণ থেকে দেখলে এখন প্রযুক্তি দক্ষতার এ বিষয়গুলো যেমন গুরুত্বপূর্ণ, তেমনি আকর্ষণীয় হয়ে উঠেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও ক্লাউড কম্পিউটিংয়ের মতো বিষয়গুলো একসময় বৈজ্ঞানিক কল্পকাহিনির বিষয় ছিল। পেশাদার ব্যক্তিদের সামাজিক যোগাযোগের ওয়েবসাইট লিংকডইনের পক্ষ থেকে এখনকার সময়ের সবচেয়ে চাহিদাসম্পন্ন প্রযুক্তি দক্ষতার বিষয়টি তুলে ধরা হয়েছে।
লিংকডইনের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মেধা ও শিক্ষণ বিভাগের ভাইস প্রেসিডেন্ট ফিওন অ্যাং বলেন, ‘এখনকার যুগের যেসব শীর্ষ দক্ষতা আমরা দেখছি, তার মধ্যে সবচেয়ে চাহিদাসম্পন্ন হচ্ছে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স, বিগ ডেটা ও ক্লাউড কম্পিউটিং।’