ঢাকা ৩ জুন : মুস্তাফিজুর রহমান ওই একাদশে জায়গা পেয়েছিলেন চ্যাম্পিয়ন দলের বাংলাদেশি পেসার।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শেষে সেরা একাদশ প্রকাশ করেছিলো ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।
এবার আইপিএলে ফ্লপ খেলোয়াড়দের নিয়ে একাদশ প্রকাশ করলো ক্রিকইনফো। এই একাদশে রয়েছেন ক্রিস গেইল, ডেভিড মিলার ও গ্লেন ম্যাক্সওয়েলের মতো বড় ক্রিকেটারদের নাম। এই একাদশে কারা আছেন তা এক নজরে দেখে নেয়া যাক।১.শ্রেয়াস আয়ার (দিল্লি ডেয়ারডেভিলস)২.ক্রিস গেইল (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর)৩.ডেভিড মিলার (কিংস ইলেভেন পাঞ্জাব)
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শেষে সেরা একাদশ প্রকাশ করেছিলো ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।
এবার আইপিএলে ফ্লপ খেলোয়াড়দের নিয়ে একাদশ প্রকাশ করলো ক্রিকইনফো। এই একাদশে রয়েছেন ক্রিস গেইল, ডেভিড মিলার ও গ্লেন ম্যাক্সওয়েলের মতো বড় ক্রিকেটারদের নাম। এই একাদশে কারা আছেন তা এক নজরে দেখে নেয়া যাক।১.শ্রেয়াস আয়ার (দিল্লি ডেয়ারডেভিলস)২.ক্রিস গেইল (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর)৩.ডেভিড মিলার (কিংস ইলেভেন পাঞ্জাব)
৪.গ্লেন ম্যাক্সওয়েল (কিংস ইলেভেন পাঞ্জাব)
৫.দীপক হুদা (সানরাইজার্স হায়দ্রাবাদ)
৬.হার্দিক পান্ডে (মুম্বাই ইন্ডিয়ান্স)
৭.পাওয়ান নেগি (দিল্লি ডেয়ারডেভিলস)
৮.জেমস ফকনার (গুজরাট লায়ন্স)
৯.মিচেল জনসন (কিংস ইলেভেন পাঞ্জাব)
১০.মোহাম্মদ শামি (দিল্লি ডেয়ারডেভিলস)
১১.করন শর্মা (সানরাইজার্স হায়দ্রাবাদ)