ঢাকাসহ সারা দেশে চারজন মারা গেছেন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে । গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরীতে ৫৭০ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ৬০৯ জন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সূত্র এই তথ্য জানিয়েছে।
শনিবার
রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র
(আইসিইউ) অজয় দাস (২৫) নামে একজন মারা যান। পিরোজপুরে ডেঙ্গু জ্বরে
আক্রান্ত হয়ে মমতাজ (৪৫) নামের একজন নারীর মৃত্যু হয়েছে। কেরানীগঞ্জে
ডেঙ্গুতে আবুল কালম (৩০) নামে এক শ্রমিক মারা গেছেন। অন্যদিকে ময়মনসিংহ
মেডিকেল কলেজ হাসপাতালে শনিরার পৌনে ৬ টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জারিফ
নামের পাঁচ মাসের এক শিশু মারা যায়।