ট্রেন কাটা পড়ে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে কুমিল্লার আদর্শ সদর উপজেলায় । শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার বানাসুয়া রেলসেতুর পাশে বদরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিক্ষার্থীর নাম সেতু রায় ও স্বপ্নীল হক ওরফে আদিত্য। সেতু কুমিল্লা রেলওয়ে পাবলিক হাইস্কুলের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিল। সে কুমিল্লা শহরতলির ধর্মপুর এলাকার সুবল রায়ের মেয়ে। আর কুমিল্লা পুলিশ লাইন উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল স্বপ্নীল। সে শহরতলির শাসনগাছা এলাকার মনিরুল হকের ছেলে।