পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন রাজধানীর রামপুরা ও যাত্রাবাড়ীতে । আজ শুক্রবার সকালে দুটি দুর্ঘটনায় প্রাণ হারান তাঁরা।
রামপুরায় নিহত ব্যক্তির নাম আবদুল কাদের (৬০)। আর যাত্রাবাড়ীর ঘটনায় নিহত হয়েছেন মোস্তাক (৫৮)। তাঁদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে রাখা হয়েছে।