৪ জন নিহত হয়েছেন যাত্রীবাহী  বাস ও নৈশকোচের সংঘর্ষে ঠাকুরগাঁওয়ে । আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। আহতদের ঠাকুরগাঁও, দিনাজপুর ও রংপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সকাল ১১টার দিকে ঠাকুরগাঁও  পঞ্চগড় মহাসড়কে সালান্দর মণ্ডলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহতদের ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে নেয়া হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়,  ঠাকুরগাঁও বাসস্ট্যান্ড থেকে ছেড়ে যাওয়া রাজু পরিবহন যাত্রীবাহী বাসটি সালান্দর মণ্ডলপাড়া এলাকায় যাত্রী নামানোর সময় পেছন দিক থেকে আসা নৈশ্য কোচ সোনার বাংলা পরিবহনটি জোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ২ জন ও হাসপাতালে নেয়ার পথে ১ জন ও চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়। নিহতরা হলেন ঠাকুরগাঁও শহরের কলেজপাড়া মহল্লার বাস ড্রাইভার বাবুল হোসেন (৪০), পঞ্চগড়ের সদর উপজেলার চাকলা হাট এলাকার কামরুজ্জামান বাবু (৪২), ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন গ্রামের আবুল কালাম আজাদ (৬৫) ও মুজিবুর রহমান। আহতদের অনেকের বাড়ি ঠাকুরগাঁও সদর ও পঞ্চগড় সদর উপজেলায়। ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন আহতরা হলেন- জোবায়দুর ওরফে তোজা, খাদেমুল, মিলন, রওশন আরা, দয়াল, জেসমিন, সাকিব, সিরাজুল, মুরাদ, লুৎফর, পদ্ম, পূজা, খাদেমুল, শামীমা, মিনহাজ, তাজরীন, হালিমা, আবুল কালাম আজাদ, সাজনীন, তাপস, জুনায়েত, মহসেনা, পপি, মাসুদা, উজ্জল, মিলন, ফজলুল, সজল, সুজনসহ ৩০ জন।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031