সিএমপি (চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ) একজন অতিরিক্ত কমিশনার ও দুজন উপ কমিশনার হিসেবে মোট তিন কর্মকর্তাকে পাচ্ছে । খুব শীঘ্রই তারা বন্দর নগরীর গুরুত্বপূর্ণ এই এলাকার নগর পুলিশের কার্যক্রমে যুক্ত হচ্ছেন।
গতকাল রোববার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত পৃথক এক প্রজ্ঞাপনে বিসিএস পুলিশ ক্যাডারের ওই তিন কর্মকর্তাকে সিএমপিতে (চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ) বদলি করা হয়েছে। এদের মধ্যে বিসিএস (পুলিশ) ক্যাডারের অতিরিক্ত উপ পুলিশ মহাপরিদর্শক হিসেবে পদোন্নতিপ্রাপ্ত এস এম মোস্তাক আহমেদ খানকে সিএমপি পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে নিযুক্ত করা হয়েছে। এর আগে তিনি পুলিশ সদর দপ্তরে ছিলেন। ওই প্রজ্ঞাপনে একই সাথে পদোন্নতিপ্রাপ্ত আরও ২০ পুলিশ কর্মকর্তাকে ঢাকা, খুলনা ও বরিশাল পুলিশের বিভিন্ন ইউনিটে নিযুক্ত করা হয়েছে।
পৃথক আরেক প্রজ্ঞাপনে খুলনা শিল্পাঞ্চল পুলিশ ইউনিটের পুলিশ সুপার রিয়াজ উদ্দিন আহম্মেদ ও খুলনা মহানগর পুলিশের উপ কমিশনার জাফর হোসেনকে বদলির আদেশ দেওয়া হয়েছে সিএমপিতে। ওই দুই কর্মকর্তা সিএমপিতে ডিসি হিসেবে শীঘ্রই যোগ দিচ্ছেন।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |