অস্ত্রের মুখে জিপ গাড়ির ৩ চালককে অপহরণ করেছে সন্ত্রাসীরা বান্দরবানের রুমায় । গতকাল সোমবার বিকালে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলার রুমা উপজেলার সদর ইউনিয়নের মিনজিরি পাড়া মুখ থেকে তিনটি জিপ গাড়ির ৩ জন চালককে অপহরণ করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। অপহৃতরা হলেন-বাসু কর্মকার (৩২), নয়ন জলদাস (২৯) এবং মো. মিজান (৩০)। অপহৃত প্রথম দুজনের বাড়ি রুমা উপজেলার লেমুঝিরি ও বড়ুয়া পাড়ায় এবং তৃতীয় জনের বাড়ি চট্টগ্রামের আমিরাবাদ এলাকায় বলে জানা গেছে। খবর পেয়ে অপহৃতদের উদ্ধারে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলসহ আশপাশের এলাকাগুলোতে অভিযানে নেমেছে।
রুমা জিপ পরিবহনের লাইনম্যান মোহাম্মদ মিজানুর বলেন, সোমবার রুমায় সপ্তাহিত হাট বাজার ছিলো। বাজার থেকে যাত্রী নিয়ে তিনটি জিপ-গাড়ি বেতেলপাড়া, মুন্নুমপাড়া, লাইনঝিড়ি পাড়া সড়কে যায়। যাত্রী নামিয়ে ফেরার পথে মিনজিরি পাড়ামুখ থেকে অস্ত্রধারী সন্ত্রাসীরা তিনটি গাড়ির ৩ জন চালককে অপহরণ করে নিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. নজরুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কারা অপহরণ করেছে বিষয়টি এখনো নিশ্চিত হতে পারিনি।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031