ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শ্যালক ও ভগ্নীপতির মৃত্যু হয়েছে পটিয়ায় । গতকাল সোমবার রাত সাড়ে ১০টায় উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আমজুর হাট এলাকায় এ ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তা পটিয়া পৌরসদরের ১নং ওয়ার্ড কাগজী পাড়ার জহির আহমদের পুত্র রফিকুল ইসলাম আরজু (২৫) ও উপজেলার পৌরসদরের সুচক্রদন্ডী ২ ওয়ার্ড এলাকার মৃত আবদুল মালেকের পুত্র পল্লী চিকিৎসক মো. শাহজাহান (৪২) ঘটনাস্থলেই মারা যান। পুলিশ সূত্রে জানা যায়, পটিয়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আমজুর হাট এলাকায় কক্সবাজারগামী একটি মালবাহী ট্রাকের সাথে চট্টগ্রামগামী একটি মোটরসাইকেল পাশ দিয়ে যাওয়ার সময় ট্রাকের সাথে ধাক্কা লাগে। এসময় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলটি পার্শ্ববর্তী পুকুরে গিয়ে পড়ে। এতে মোটরসাইকেল আরোহী মো. শাহজাহান ও রফিকুল ইসলাম আরজু গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তার সুমেন বড়ুয়া তাদের মৃত ঘোষণা করেন। এবিষয়ে পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানান, এ দুর্ঘটনায় নিহত দুইজনের লাশ এখনো হাসপাতালে রয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |