গ্রেপ্তার করে ২৯শে আগস্ট পর্যন্ত রিমান্ডে নেয়া হয়েছে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হওয়ায় দায়ী আরসালান পারভেজ (২২) কে কলকাতায় । শুক্রবার তিনি পার্ক স্ট্রিটে শেক্সপিয়ার স্টেশনের কাছে ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগে তার স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল (এসইউভি) চালাচ্ছিলেন। বৃষ্টিস্নাত রাস্তায় তার গাড়ি গিয়ে আরেকটি মার্সিডিজের ওপর আছড়ে পড়ে। এতে রাস্তার পাশে দাঁড়ানো দু’বাংলাদেশি কাজী মোহাম্মদ মঈনুল আলমের (৩৬) ও ফারহানা ইসলাম তানিয়া (৩০) মারা যান। আরসালান পারভেজ হলেন মুগলাই রেস্তরাঁর চেইন আরসালানের মালিকের ছেলে। তাকে এ অপরাধে গ্রেপ্তার করে রোববার কলকাতার কোর্টে তোলা হয়। কোর্ট তাকে পুলিশি রিমান্ডে পাঠিয়েছে। এ খবর দিয়েছে অনলাইন হিন্দুস্তান টাইমস। আরসালান পারভেজের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৭৯ ধারা, ৩০৪ পার্ট-টু, ও ৩০৮ ধারার অধীনে অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া সরকারি সম্পত্তি ধ্বংস করার অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে। যদি তিনি অভিযোগে অভিযুক্ত প্রমাণিত হন তাহলে ১০ বছর পর্যন্ত জেল হতে পারে।  

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031