loo_115021
ঢাকা ০২ জুন :  প্রতিরক্ষায় এবার বরাদ্দ বেড়েছে তিন হাজার ৭৪৭ কোটি টাকা ।এবারেরবাজেটে প্রতিরক্ষা খাতে ২২ হাজার ১৩০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা মোট জাতীয় বাজেটের ৮.৪ শতাংশ।

আজ বিকালে বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৬-২০১৭ অর্থবছরের বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা উন্নয়ন ব্যয় ধরা হয়েছে মাত্র ৪০৬ কোটি টাকা। বাকি বরাদ্দের পুরোটাই অনু্ন্নয়ন ব্যয় হিসেবে দেখানো হয়েছে।

প্রসঙ্গত, ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে প্রতিরক্ষা খাতে ১৮ হাজার ৩৮৩ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। সংশোধিত বাজেটে তা বাড়িয়ে ২০ হাজার ৬৯৪ কোটি টাকা বরাদ্দে কথা জানানো হয়েছে। ২০১৪-১৫ অর্থবছরে প্রতিরক্ষা খাতে বাজেট বরাদ্দ ছিল ১৬ হাজার ৪৬২ কোটি টাকা। যদিও সংশোধিত বাজেটে তা বেড়ে দাঁড়ায় ১৭ হাজার ৭৭০ কোটি টাকা।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031