মোটরসাইকেলের ধাক্কায় জোবেদা বেগম (৫০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন নীলফামারীর সৈয়দপুরে । রোববার সন্ধ্যায় নীলফামারী-সৈয়দপুর বাইপাস সড়কের মুজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধা সৈয়দপুর শহরের কয়া গোলাহাট এলাকার দক্ষিণপাড়ার মৃত আজিজার রহমানের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সন্ধ্যায় জোবেদা বেগম ওই এলাকায় সড়ক পারাপারের সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবুল হাসনাত বিষয়টি নিশ্চিত করেন।