এয়ারপোর্ট আমর্ড পুলিশ হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ জসিম উদ্দিন নামে এক যুবককে আটক করেছে (এএপি)। আজ দুপুরে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বাইরে থেকে তাকে আটক করা হয়। এএপির অতিরিক্ত এসপি (মিডিয়া) আলমগীর হোসেন জানান, বিমানবন্দর থেকে সন্দেহভাজন হিসেবে জসিমকে আটক করা হয়। পরে তল্লাশি করে তার প্যান্টের বেল্ট থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। তার বাড়ি কক্সবাজারের উখিয়া থানার গৌজ ঘোনা পালংখালী গ্রামে।
এদিকে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিসি (মিডিয়া) মো. মাসুদুর রহমান জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৭ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ৮১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৪৩৭ গ্রাম ৫১৭ পুরিয়া হেরোইন, ৪০০ গ্রাম গাঁজা ও ৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
শনিবার সকাল ৬টা থেকে গতকাল সকাল ৬টা পর্যন্ত চলা এ অভিযানে বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ অংশ নেয়। মাদক আইনে তাদের বিরুদ্ধে ৩৫টি মামলা করা হয়েছে।।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031