আগামীকাল মঙ্গলবার আদেশ দেবেন আপিল বিভাগ সংবাদপত্রের সাংবাদিক ও কর্মচারীদের বেতন কাঠামো নির্ধারণে গঠিত নবম ওয়েজ বোর্ডের প্রজ্ঞাপন প্রকাশের বিষয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের ওপর। আজ সোমবার রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।
শুনানিতে প্রধান বিচারপতি বলেন, সাংবাদিকদের ছাড়া গণমাধ্যমের মালিকদের অস্তিত্ব নেই। সাংবাদিক না থাকলে সংবাদপত্র সাদা কাগজ হয়ে বের হবে- রিট আবেদনের আইনজীবী এএফ হাসান আরিফ এমন কথা বললে প্রধান বিচারপতি এ মন্তব্য করেন।
আদালতে রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। রিটের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এএফ হাসান আরিফ, তার সঙ্গে ছিলেন আইনজীবী মো. ইউসুফ আলী।