দুর্নীতি দমন কমিশন (দুদক) নকশা জালিয়াতির মামলায় এফ আর টাওয়ারের মালিক এস এম এইচ আই ফারুককে গ্রেপ্তার করেছে। আজ সোমবার দুপুরে গুলশান-২ থেকে দুদকের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিক তাকে গ্রেপ্তার করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভবন নির্মাণে নকশা জালিয়াতির অভিযোগে এজাহারভুক্ত আসামি ফারুকের বিরুদ্ধে এফ আর টাওয়ারের ২১, ২২ ও ২৩ তম তলা বন্ধক রেখে আর্থিক প্রতিষ্ঠান জিএসপি ফিন্যান্স থেকে ৫ কোটি ৬৫ লাখ টাকা নিয়ে আত্মসাতের অভিযোগও রয়েছে।
এর আগে গতকাল একই মামলায় গ্রেপ্তার হন আরেক আসামি ভবনটির ব্যবস্থাপনা পরিচালক ও একাংশের মালিক তাসভীর উল ইসলাম। গতকাল বিকাল ৪টার দিকে সেগুন বাগিচা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, চলতি বছর ২৮শে মার্চ বনানীর এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৬ জনের প্রাণহানি ঘটে। এ ঘটনার পরই দুদক নকশা জালিয়াতির মামলা করে।