রূপনগরের পুড়ে যাওয়া চলন্তিকা বস্তির বাসিন্দাদের মাঝে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে রাজধানীর মিরপুর । অগ্নিকাণ্ডের দুদিন পার হয়ে যাওয়ার পরও থাকার স্থায়ী কোনো জায়গা না পেয়ে হতাশ তারা।
আজ দুপুরে সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বস্তি পরিদর্শন শেষে মন্ত্রীর চলে যাওয়ার পরই হঠাৎ তারা ব্যানার নিয়ে রাস্তায় অবস্থান নেয়। এসময় ব্যানার ফেস্টুন নিয়ে ক্ষোভ প্রকাশ করে বস্তির ক্ষতিগ্রস্থরা। এ সময় তাদের ব্যানারে লেখা ছিল, দশলাখ রোহিঙ্গার জায়গা হলে আমাদের থাকার জায়গা কোথায়?
তবে কিছুক্ষণের মধ্যে সড়ক ছেড়ে পাশে থাকা ঢাকা উত্তরের ৬নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বস্তিবাসীরা ব্যঅনার নিয়ে সেখানেই অবস্থান করছে।