বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু এক ছাত্রীর মৃত্যু হয়েছে এবার ডেঙ্গু জ্বরে । পটুয়াখালীর দুমকী থেকে এইচএসসি পাস করে তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং করছিলেন। ডেঙ্গুতে আক্রান্ত হলে তিনি বাড়ি ফিরে যান। পরে গত ১৬ই আগস্ট বরিশালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে সুমাইয়া মারা যান।
জানা যায়, সুমাইয়া এইচএসসি পাস করে ঢাকায় কোচিং করতে যান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন নিয়ে কোচিং করছিলেন তিনি। সম্প্রতি সুমাইয়া ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। পরে তিনি গ্রামের বাড়িতে চলে যান। সেখানে আরো অসুস্থ হয়ে পড়লে গত ১৬ই আগস্ট বিকালে মুমুর্ষু অবস্থায় সুমাইয়াকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে সুমাইয়ার মৃত্যু হয়।
বরিশাল শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন বলেন, সুমাইয়ার ভর্তির সময় বমি ও পেটে ব্যথা ছিল। তার ফুসফুসে পানি জমে যাওয়ায় তার অবস্থা ক্রিটিক্যাল ছিল। রোববার রাতে আইসিইউতে নেয়া হলে সেখানে সুমাইয়া মারা যায়।