পাকিস্তানি সেনাবাহিনীর চিফ অব আর্মি স্টাফ জেনারেল কমর জাভেদ বাজওয়া কাশ্মীরিদের প্রতি সেনাবাহিনীর পূর্ণ সমর্থন নিশ্চিত করলেন । শুক্রবার তিনি আজাদ জম্মু-কাশ্মীরের প্রেসিডেন্ট সরদার মাসুদ খানের সঙ্গে সাক্ষাতের সময় এ নিশ্চয়তা দেন। মাসুদ খান এদিন পাকিস্তানি সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাত করেন ইসলামাবাদে। এ বিষয়ে ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনসের (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর টুইট করেছেন। তাতে তিনি বলেছেন, তারা ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর পরিস্থিতি এবং নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় প্ররোচনার বিষয়ে আলোচনা করেছেন। এ সময় সরদার মাসুদ খানকে পাকিস্তানি সেনাপ্রধান নিশ্চয়তা দিয়ে বলেছেন, সেনাবাহিনী পূর্ণ সমর্থন দেবে। প্রতিশ্রুতি দেন কাশ্মীর ইস্যু ও এর জনগণের বিষয়ে।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031