একটা স্মরণীয় বিদায় উপহার দিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেশবরেণ্য ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজাকে । আর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, এ বিষয়ে শিগগিরই মাশরাফির সঙ্গে আলোচনায় বসছেন তিনি। গতকাল সংবাদমাধ্যমকে বিসিবি সভাপতি বলেন, ‘আমরা জানি না সে কী চিন্তা করছে অবসরের ব্যাপারে। সে ঈদ কাটিয়ে ফিরুক, এরপর আমরা তিন চার দিনের মধ্যে তার সঙ্গে বসবো এবং ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলাপ করবো।’
২০১৯ বিশ্বকাপে বল হাতে নিষ্প্রভ মাশরাফি সাকল্যে এক উইকেট পেয়েছিলেন। অধিনায়ক হিসেবেও খুব একটা ভালো হয়নি মাশরাফির পারফরম্যান্স। বিশ্বকাপ শেষ হওয়ার পর তার অবসর নিয়ে জল্পনা শুরু হয়। তবে মাশরাফি নিজে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানাননি। অবসরের ব্যাপারে প্রশ্ন করা হলে তার মন্তব্য ছিল, ‘আমার কাছে মনে হয় এখানেও পেশাদারিত্ব দেখানো উচিত।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |