পুলিশ নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির এলএলবির এক ছাত্রী (২০)কে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে খুলনার কর কমিশনার প্রশান্ত কুমার রায়ের ছেলে শিঞ্জন রায় (২৫)কে আটক করেছে । বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ তাকে আটক করে। অভিযুক্ত শিঞ্জন রায় ওই একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। এদিকে ওই ছাত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।
স্নিগ্ধা বলেন, নগরীর সোনাডাঙ্গাস্থ নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির এলএলবিতে ওই ছাত্রী ও শিঞ্জন রায় পড়াশোনা করেন। গত এক বছর আগে শিঞ্জন রায় তাকে প্রেমের প্রস্তাব দেন। এরপর বিয়ে করার কথা বলে তার ভাড়া বাসায়সহ বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণ করেন।
স্নিগ্ধা আরো জানায়, সে বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা। দুই বছর ধরে তাদের পরিচয়। গত এক বছর ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে আসছিল।
এখন মেয়েটি অন্তঃসত্ত্বা।
শিঞ্জন রায়কে অন্যত্র বিয়ে দেয়া হচ্ছে এমন সংবাদ পেয়ে মেয়েটি বৃহস্পতিবার রাত ১০টার দিকে মুজগুন্নী আবাসিকের ১৬ নম্বর রোডে গিয়ে শিঞ্জন রায়ের দেখা পায়। এ সময় তার বিয়ের ব্যাপারে জিজ্ঞাসা করলে সে তাকে সেখান থেকে ইজিবাইকে জোর করে তুলে দিতে গেলে স্থানীয়দের নজরে আসে। এরপর বিষয়টি থানা পুলিশের কাছে খবর গেলে তারা দু’জনকেই সোনাডাঙ্গা মডেল থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে সোনাডাঙ্গা মডেল থানার ওসি মো. মমতাজুল হক জানান, এ বিষয়ে উভয়পক্ষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |