ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন আগস্টের ১৫দিনে প্রায় ৩০ হাজার । এর আগের কয়েক বছরেও এতো রোগী হাসপাতালে আসেনি। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ১৯২৯ জন রোগী সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা গেছেন অন্তত ২ জন। জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৮হাজার ২৮০জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ হাজার ৬৭০জন। বর্তমানে ভর্তি আছেন ৭হাজার ৫৭০জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার এন্ড কন্ট্রোল রুম সূত্র এ তথ্য জানিয়েছে।
সরকারি হিসেবে এ তথ্য দেয়া হলেও বেসরকারি হিসাব বলছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা আরও কয়েক গুণ। মৃতের সংখ্যা সরকারিভাবে ৪০ বলা হলেও বেসরকারি হিসাবে এ সংখ্যা শতাধিক। অব্যাহত রোগী আসায় সরকারি-বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে। হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারিদের ছুটি বাতিল করা হয়েছে।