ঢাকা ১জুন :মিস তুর্কি’ খেতাব জয়ী মার্ভ বুয়ুকছারাচ ১৪ মাসের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানকে ব্যাঙ্গ করে লেখা ছড়া শেয়ার ২০০৬ সালের।
২০১৪ সালে বুয়ুকছারাচ তার ইনস্টাগ্রাম পাতায় এরদোয়ানকে ব্যাঙ্গ করে লেখা একটি ছড়া শেয়ার করেন। এরপর গত বছর প্রেসিডেন্টকে অপমানের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। অল্প সময়ের জন্য ২৭ বছরের এই তুর্কি সুন্দরীকে আটকও করা হয়েছিল। বিচার শেষে মঙ্গলবার ইস্তাম্বুলের একটি আদালত তাকে দোষী সাব্যস্ত করে এবং ১৪ মাসের কারাদণ্ড দেয়।
তবে এখনই তাকে জেল খাটতে হবে না। আগামী পাঁচ বছরে তিনি যদি আবার এ ধরনের কোনো ‘অপরাধ’ করেন, তখন তাকে কারাগারে যেতে হবে। অর্থাৎ আগামী পাঁচ বছর কারাগারে যাওয়ার হুমকিতে থাকতে হবে বুয়ুকছারাচকে।
২০১৪ সালে বুয়ুকছারাচ তার ইনস্টাগ্রাম পাতায় এরদোয়ানকে ব্যাঙ্গ করে লেখা একটি ছড়া শেয়ার করেন। এরপর গত বছর প্রেসিডেন্টকে অপমানের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। অল্প সময়ের জন্য ২৭ বছরের এই তুর্কি সুন্দরীকে আটকও করা হয়েছিল। বিচার শেষে মঙ্গলবার ইস্তাম্বুলের একটি আদালত তাকে দোষী সাব্যস্ত করে এবং ১৪ মাসের কারাদণ্ড দেয়।
তবে এখনই তাকে জেল খাটতে হবে না। আগামী পাঁচ বছরে তিনি যদি আবার এ ধরনের কোনো ‘অপরাধ’ করেন, তখন তাকে কারাগারে যেতে হবে। অর্থাৎ আগামী পাঁচ বছর কারাগারে যাওয়ার হুমকিতে থাকতে হবে বুয়ুকছারাচকে।
বুয়ুকছারাচের আইনজীবী বলেন, এই রায়ের বিরুদ্ধে তিনি আপিল করবেন। প্রয়োজনে এই মামলা নিয়ে ইউরোপীয় আদালতে যাবেন।
সাবেক মিস তুর্কি যখন রম্য ছড়াটি ইনস্টাগ্রামে শেয়ার করেন, এরদোয়ান তখন প্রধানমন্ত্রী ছিলেন। প্রেসিডেন্ট হওয়ার পর থেকে এরদোয়ান কোনো সমালোচনাই সহ্য করছেন না। ২০১৪ সালে প্রেসিডেন্ট হিসাবে ক্ষমতা নেয়ার পর থেকে তাকে অপমানের অভিযোগে প্রায় দুই হাজার লোকের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের মধ্যে সেলিব্রিটি, সাংবাদিক থেকে শুরু করে স্কুলের ছাত্ররাও রয়েছে।
মানবাধিকার কর্মীরা বলছেন, সামান্য সমালোচনাও সহ্য করতে রাজী নন প্রেসিডেন্ট এরদোয়ান। সম্প্রতি তাকে বিদ্রূপের অভিযোগে জার্মানির এক ব্যাঙ্গ লেখকের বিরুদ্ধেও মামলা হয়। যা নিয়ে জার্মানিতে সমালোচনার ঝড় উঠেছে।