যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারি চালিত অটোভ্যানযাত্রী স্বামী-স্ত্রী নিহত ও এক যাত্রী গুরুতর আহত হয়েছে সিরাজগঞ্জের রায়গঞ্জে । আহতকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা হলেন রায়গঞ্জ উপজেলার পুর্বলক্ষিকোলা বাজারের বাসিন্দা সাংবাদিক রফিকুল ইসলাম ও তার স্ত্রী মোর্শেদা খাতুন। নিহত সাংবাদিক রফিকুল ইসলাম বগুড়া থেকে প্রকাশিত দৈনিক সাতমাথা পত্রিকায় কাজ করতেন। রবিবার ভোরে রহমতগঞ্জ-চান্দাইকোনা সড়কের কামালের চক এলাকায় এ ঘটনা ঘটে।
রায়গঞ্জের ষোল মাইল ফায়ার সার্ভিসের ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, ঢাকা থেকে সাকলাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিরাজগঞ্জ শহর হয়ে রায়গঞ্জের ভিতর দিয়ে ঢাকা-বগুড়া মহাসড়কে উঠার সময় কামালের চক নামক স্থানে ব্যাটারি চালিত একটি অটোভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোর্শেদা মারা যায়। এসময় মোর্শেদার স্বামী সাংবাদিক রফিকুল ইসলামসহ দুজন গুরুতর আহত হয়। তাদের উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক রফিকুল ইসলাম মারা যান।