পর্যটকদের অন্যতম আকর্ষণ রাঙামাটির ঝুলন্ত সেতু প্রায় তিন সপ্তাহ কাপ্তাই হ্রদের পানিতে ডুবে থাকার পর ভেসে উঠেছে । বৃষ্টিপাত কম হওয়ায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা কমতে থাকায় গত কয়েকদিন থেকে সেতুটি ভেসে উঠতে থাকে। ফলে রাঙামাটি পর্যটন কর্পোরেশ কর্তৃপক্ষ সেতুটি পর্যটকদের জন্য উম্মুক্ত করে দিয়েছে।
রাঙামাটি পর্যটন কর্পোরেশনের ব্যস্থাপক জানান, আসন্ন ঈদুল আযহার ছুটিতে পর্যটকদের উপভোগের জন্য সেতুটি মেরামত করে প্রস্তুত রাখা হয়েছে।
টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় গত ১৬ জুলাই পর্যটন সেতুটি দুই ফিট পানির নীচে তলিয়ে যায়। ফলে কর্তৃপক্ষ সেতুটিতে চলাচলে নিষেধাজ্ঞা জারি করে। এতে পর্যটক কম আসায় রাঙামাটির পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায় ধ্বস নামে।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |