ঢাকা ৩১ মে : ৫০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে কুমিল্লার ময়নামতি থেকে দাউদকান্দির মেঘনা-গোমতি সেতু পেরিয়ে গজারিয়া ভবেরচর পর্যন্ত। সড়ক মেরামত ও অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আজ মঙ্গলবার ভোর থেকে এ যানজট সৃষ্টি হয়। এতে মহাসড়কে রোগীবাহী অ্যাম্বুল্যান্সসহ কয়েক শ যানবাহন আটকা পড়েছে। দাউদকান্দি হাইওয়ে পুলিশের ওসি আব্দুল আওয়াল জানান, কোথাও কোনো দুর্ঘটনা না ঘটলেও সড়ক মেরামতের কারণে এবং অতিরিক্ত যানবাহনের চাপে আজ ভোর থেকে মহাসড়কে যানজট সৃষ্টি হয়। দাউদকান্দি উপজেলার জিংলাতলী থেকে ইলিয়টগঞ্জ পর্যন্ত চার লেনের রাস্তার মধ্যে দুই লেন বন্ধ রাখা হয়। উপজেলার আমিরাবাদের নিকট ইউটার্ন দিয়ে ধীরগতিতে গাড়ি চলাচলের কারণে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এক যানজটের কারণে ঘণ্টার পর ঘণ্টা গাড়িগুলো আটকে প্রচণ্ড রোদে ও ভ্যাপসা গরমে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন। আব্দুল আওয়াল আরো জানান, গজারিয়া হাইওয়ে পুলিশ, ইলিয়টগঞ্জ হাইওয়ে ফাঁড়ি ও দাউদকান্দি হাইওয়ে পুলিশ ভোর থেকে যানজট নিরসনে কাজ করে যাচ্ছে। এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত মহাসড়কের বিভিন্ন স্থানে থেমে থেমে যানজট অব্যাহত রয়েছে।