আড়াই ঘণ্টা রেল যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর আবার তা স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে উত্তরবঙ্গের সঙ্গে প্রায় । শুক্রবার দুপুর ১টা ৫০ মিনিটের দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উত্তরবঙ্গগামী ধুতকেতু এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। পরে রেল কর্তৃপক্ষ লাইনচ্যুত বগিকে যথাস্থানে উঠানোর পর ৪ টা ৫০ ট্রেন চলাচল শুরু হয়। এ বিষয়ে রেলসচিব মো. মোফাজ্জেল হোসেন সাংবাদিকদের জানান, বঙ্গবন্ধু সেতুর পূর্বপাশে ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছিল দুপুর ১টা ৫০ মিনিটে। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার সব ধরনের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তিনি আরও জানান, তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে লাইনচ্যুত বগিটিকে যথাস্থানে নেওয়া হয়। লাইন সচল হওয়ার পর ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |