আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঈদ যাত্রায় মহাসড়কে কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন । তিনি বলেন, এবারের ঈদ যাত্রায় সড়ক-মহাসড়ক বিশেষ করে হাইওয়েতে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে। প্রচন্ড স্রোতে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। তবে আজকে পরিস্থিতি ভালো। আজ দুপুরে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে মোবাইল কোর্ট কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ঈদের সময় যাতে পরিস্থিতি জটিল না হয় যাতে মানুষের আতঙ্ক দূর করা যায় সে ব্যাপারে সরকারের পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকে আমরা সর্বাত্মক প্রয়াস অব্যাহত রেখেছি। তিনি আরও বলেন, ডেঙ্গুর নতুন ওষুধ এর মধ্যে এসে গেছে এবং ওষুধ ছিটানোর কাজটা শুরু হচ্ছে। গাজীপুর সিটি করপোরেশন অনেক পৌরসভাকে ওষুধ সরবরাহ করছে বিনা পয়সায়। মেয়র অনেকগুলো ওষুধ সিঙ্গাপুর থেকে এনেছেন।
ঢাকা সিটির ওষুধও আসতে শুরু করেছে। শ্রীঘ্রই পরিস্থিতি পরিবর্তন ঘটবে।