গাড়ির চাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় । এরা হলো, রায়গঞ্জ উপজেলার আবু তাহেরের ছেলে তানভীর (২০) ও সলঙ্গার গোপিনাথপুরের সাখাওয়াত হোসেনের ছেলে আজিম (১৭)। উল্লাপাড়া উপজেলার পাচলিয়া বাজার এলাকায় নলকা-সিরাজগঞ্জ সড়কে বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আক্তারুজ্জামান সাংবাদিকদের জানান, বুধবার রাত ১০টার দিকে তানভীর ও আজিম মোটরসাইকেলে নলকা থেকে রায়গঞ্জে যাচ্ছিলো। তারা পাঁচলিয়া বাজার এলাকায় পৌঁছলে অজ্ঞাত একটি গাড়ি তাদের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
এতে ঘটনাস্থলেই তারা মারা যায়। তিনি আরও জানান, পুলিশ গাড়িটি সনাক্তের চেষ্টা করছে। নিহতদের লাশ তাদের স্বজনরা নিয়ে গেছেন।