মোদির ভারত ৩৭০ ধারা রদ করেছে । এতে ৭০ বছরের বিশেষ মর্যাদা হারিয়েছে জম্মু-কাশ্মীর। রাজ্যের মর্যাদা হারিয়ে তৈরি হচ্ছে আলাদা দুটি কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীর এবং লাদাখ। এরই প্রেক্ষিতে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাশ্মীরে এত উত্তেজনার পরেও কোনো মন্তব্য করেননি তিনি। বৃহ¯পতিবার ভাষণে প্রথমবারের মত এই ইস্যুতে কথা বলেছন তিনি।

ভাষণে মোদি বলেন, সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তাতে জম্মু-কাশ্মীর ও লাদাখের যুব সম্প্রদায় অনেক এগিয়ে যাবে। এর ফলে খেলার দুনিয়ায় কাশ্মীরের যুবকরা দেশের মান আরও বাড়াতে পারবে। খেলাধুলোর প্রভূত উন্নতি হবে, সারা বিশ্বে তাঁদের প্রতিভা দেখানোর সুযোগ পাবে।

মোদি বলেন, বলিউড, তেলুগু, তামিল সিনেমার লোকজনকে আর্জি জানাব, ফের কাশ্মীরে শুটিংয়ে আসতে। এ বার নতুন ব্যবস্থাপনায় সেই অবস্থা আবার ফিরে আসবে। এতদিন অশান্তির জন্য সেটা বন্ধ ছিল। কিন্তু একটা সময় ছিল, সিনেমার শুটিংয়ের জন্য জম্মু-কাশ্মীরই ছিল অন্যতম গন্তব্য।

বক্তব্যে মোদি জম্মু-কাশ্মীরকে সেরা পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে় তুলতে সবাইকে কাজ করার আহবান জানান। তিনি লাদাখে আবিষ্কৃত নতুন ভেষজ নিয়েও আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, এই গাছ উচ্চ অক্ষাংশে থাকা মানুষের জন্য সঞ্জীবনী সুধার মতো। লাদাখে এক ধরনের গাছ আবিষ্কার হয়েছে, এর ভেষজ ঔষধি ও সবজি সারা বিশ্বে পৌঁছে দেয়ার প্রয়োজন রয়েছে।

জম্মু-কাশ্মীরের মানুষকে আশ্বস্ত করে ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, আপনাদের জনপ্রতিনিধি নির্বাচনের অধিকার আপনাদের খুব শীঘ্রই প্রতিষ্ঠিত হবে। এই নতুন ব্যবস্থায় আমরা সবাই মিলে জম্মু-কাশ্মীরকে সন্ত্রাসমুক্ত করব। জম্মু-কাশ্মীরের মানুষকে একটা কথা বলতে চাই, আপনাদের দ্বারাই জনপ্রতিনিধি নির্বাচিত হবে। আগে জম্মু-কাশ্মীরের মানুষ কোনও অধিকার, কোনও সুবিধা পেতেন না। ১৯৪৭ সালে দেশভাগের পর পাকিস্তান থেকে ভারতে যাঁরা এসেছিলেন, ভারতের অন্যান্য রাজ্যে তাঁদের সব অধিকার রয়েছে। সড়ক বা রেললাইনের কাজ হোক, সব কাজে গতি আসবে। এখানে দুর্নীতি দমন বিভাগ তৈরি হবে। আইআইটি, আইআইএম এই সব প্রতিষ্ঠান তৈরি হবে। মোদি আরো জানান, স্থানীয় কাশ্মীরি যুবকদের চাকরির জন্য সরকার উদ্যোগ নেবে, বেসরকারি প্রতিষ্ঠানগুলিকেও এখানকার যুবকদের চাকরির বন্দোবস্ত করার জন্য বলা হবে। শূন্য পদগুলিতে খুব শীঘ্রই নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। অন্যান্য কেন্দ্রশাসিত অঞ্চলের মতো বহু সুবিধা এখানকার মানুষ পাবেন।


Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031