নগরীর খুলশী থানার লালখান বাজার এলাকার চাঁনমারি রোডের এপিক ৩১৪ কামার পার্ক নামের একটি ভবন থেকে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে আরফা আক্তার (২৫) নামে এক গৃহকর্ত্রীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ আগস্ট) সন্ধ্যায় তাকে আটক করে পুলিশ। আটক আরফা আক্তার ব্র্যাক ব্যাংকের অফিসার মো. বখতিয়ারের স্ত্রী। বখতিয়ার পরিবার নিয়ে এপিক ৩১৪ কামার পার্ক ভবনের আট তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন।
খুলশী থানার এসআই নুর উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘ইয়াছমিন আক্তার (১২) নামে এক গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে আরফা আক্তারকে আটক করা হয়েছে। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন। ইয়াছমিন গত ৫ বছর ধরে ওই বাসায় গৃহকর্মীর কাজ করে আসছিলেন। গৃহকর্তী আরফা আক্তার প্রায় তাকে নির্যাতন করতেন। সম্প্রতি নির্যাতন বাড়িয়ে দিলে সে বিষয়টি তার পাশের ফ্ল্যাটের গৃহকর্মীকে জানায়। পরে ওই গৃহকর্মী তার গৃহকর্তাকে জানালে তিনি থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আরফা আক্তারকে আটক করে। নির্যাতনের শিকার গৃহকর্মী ইয়াছমিনকে উদ্ধার করা হয়েছে।