ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম ডেঙ্গুজ্বরে যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন।
বুধবার রাজধানীর গুলশানে ডিএনসিসি নগর ভবনে মশক নিধন এবং কীটনাশক ছিটানো কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ক্ষমা প্রার্থনা করেন।
অনুষ্ঠানে ডিএনসিসির বিভিন্ন কার্যক্রম এবং পদক্ষেপ তুলে ধরেন করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন।
এর আগে মঙ্গলবার ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার পাশাপাশি গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
এ সময় তিনি আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রকে (আইসিডিডিআরবি) উদ্দেশ করে বলেন, ‘শুধু রিপোর্ট নয়, সমাধানও দিন। আমরা পরিবেশ-প্রতিবেশের ঝুঁকি, মানুষের স্বাস্থ্য ঝুঁকি, অন্যান্য প্রাণীর অস্তিত্বের জন্য হুমকি এমন কোনো ওষুধের ছাড়পত্র পাবো না।’
মেয়র বলেন, ‘সকলের সুস্বাস্থ্য নিশ্চিত করা আমাদের অন্যতম লক্ষ্য। এজন্য আমাদের খাদ্যাভাসেও ইতিবাচক পরিবর্তন আনতে হবে।’