খাদ্য গুদামে ধান বিক্রি করতে না পেরে কষ্টার্জিত ধানে পেট্রোল ঢেলে আগুন দিয়ে নীরব প্রতিবাদ জানিয়েছেন ক্ষুদ্ধ কৃষক ফরিদগঞ্জে । ধর্ণা দিয়েছেন স্থানীয় সরকারী খাদ্য গুদামে। কিন্তু প্রতিবারই নানা অজুহাতে ফিরিয়ে দেয়া হয়েছে কৃষকদের। কৃষকের কাছ থেকে নয়, খাদ্য গুদামে ধান ক্রয় করা হচ্ছে দালাল-সিন্ডিকেট-এর কাছ থেকে- অভিযোগ কৃষকদের। মঙ্গলবার রাতে ধানে অগ্নি সংযোগের এ ঘটনা ঘটেছে উপজেলার ১৫নং রূপসা ইউনিয়নের ভাটেরহ্রদ গ্রামের একটি মাধ্যমিক বিদ্যালয়ের সামনের রাস্তায়।
ভূক্তভোগী কৃষক সহিদ উল্লা ও মো. মোশারফ-এর দাবী, তারা ১ম ধাপে রমজান মাসে স্থানীয় খাদ্য গুদামে ধান নিয়ে যান। ওই ধানে আর্দ্রতা বেশী অজুহাতে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার সাহা তাদের ফিরিয়ে দেন। এরপর তারা যান উপজেলা নির্বাহী অফিসার আলী আফরোজ-এর কাছে।