শিশির ঘোষ (৩০) নামে এক ব্যক্তি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। আজ ভোরে সদর উপজেলার মাহিদিয়া কাদিরের ইটভাটার কাছে এ ঘটনা ঘটে যশোরে । পুলিশ জানিয়েছে, হত্যা, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে নিহত শিশিরের বিরুদ্ধে ১৬টি মামলা ছিলো। এর আগে গতকাল সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। যশোর কোতয়ালি থানার ওসি মনিরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন। নিহত শিশির ঘোষ (৩০) যশোর শহরের ষষ্ঠীতলা পাড়ার নিত্য ঘোষের ছেলে।
ওসি মনিরুজ্জামান বলেন, মঙ্গলবার সন্ধ্যায় শহরের শংকরপুর মুরগিফার্ম এলাকা থেকে শিশিরকে বোমাসহ আটক করা হয়। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে অবৈধ অস্ত্রের তথ্য পাওয়া যায়।
পরে সেই অস্ত্র উদ্ধারে ভোরের দিকে শিশিরকে নিয়ে অভিযানে বের হয় পুলিশের একটি দল।
এই পুলিশ কর্মকর্তা বলেন, মাহিদিয়া কাদিরের ইটভাটার কাছে গেলে সেখানে ওঁৎ পেতে থাকা শিশিরের সহযোগিরা তাকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলে শিশিরকে সেখানে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
গুলিবিদ্ধ শিশিরকে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।
যশোর জনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শহিদুল্লাহ বলেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
ঘটনাস্থল থেকে পুলিশ একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে বলে জানিয়েছেন ওসি।