ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে কাজ করছে । এ রোগের প্রধান বাহক এডিস মশা প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি শুরু করা হয়েছে। কর্মসূচিতে ডিএমপির ৫০ হাজার পুলিশ সদস্য কাজ করবেন। গতকাল সকাল ৭টায় রাজারবাগ পুলিশ লাইনে ডেঙ্গু প্রতিরোধী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন শেষে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া এই কথা বলেন। তিনি বলেন, যেখানে পুলিশ সদস্যদের আবাসিক ভবন, সকল ব্যারাক, থানা কম্পাউন্ডার ও পুলিশের অফিস ইউনিটসহ সব জায়গায় এ পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি চলবে। স্ব স্ব ইউনিট প্রধানদের নেতৃত্বে এ অভিযান চলবে। এডিস মশার বংশবিস্তার রোধ করতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। কমিশনার বলেন, পুলিশ লাইন এলাকায় এডিস মশার লার্ভা পেয়েছে সিটি কর্পোরেশন।
এরপর মশার লার্ভা ধ্বংসে ডিএমপির সব ইউনিটকে একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রম চালাতে নির্দেশ দেয়া হয়েছে। ডেঙ্গুর প্রকোপ শেষ না হওয়া পর্যন্ত আমাদের পরিচ্ছন্নতা অভিযান চলবে। তবে ঈদের আগেই যেন এটা নির্মূল করা যায় সে চেষ্টা করা হবে। শুধু সরকার বা স্বাস্থ্য বিভাগের একার পক্ষে মশা নিয়ন্ত্রণ সম্ভব নয়। নিজ নিজ আঙ্গিনা নিজেরাই পরিষ্কার করতে হবে। ঢাকা শহরে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের গতি কয়েকগুন বেড়েছে।