জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) আদিবাসীদের ওপর হামলা, মিথ্যা মামলা ও হয়রানি বন্ধের আহ্বান জানিয়েছেন । তিনি বলেন,  আদিবাসীদের ওপর সাম্প্রদায়িক হামলা, মিথ্যা মামলা, হয়রানি ও অপপ্রচার বন্ধ করতে হবে। এছাড়া আদিবাসী নারীসহ সকল নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

আজ দুপুরে রাজধানীর একটি হোটেলে ৯ অগাস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন। সন্তু লারমা বলেন, আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি প্রদান এবং আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি একাডেমি প্রতিষ্ঠা করতে হবে। পাহারে জোরপূর্বক ভূমিদখল বন্ধ করতে হবে। এছাড়াও পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথ বাস্তবায়ন এবং জাতিসংঘ ঘোষিত ৯ আগাস্টকে আন্তর্জাতিক আদিবাসী দিবস হিসেবে রাষ্ট্রীভাবে পালন করার আহ্বানও জানান তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, বাংলাদেশ আদিবাসী ফোরামের সহ-সভাপতি অজয় এ মৃ এবং টেকনোক্রেট সদস্য জান্নাতী ফেরদৌস লাকী।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031