কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বাংলাদেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন । সেই সঙ্গে তিনি ডেঙ্গু মোবাবিলায় সহযোগিতার প্রতিশ্রুতি দিযেছেন। তিনি বলেছেন, ঢাকা ও কলকাতার মধ্যে মতবিনিময় হলে দু পক্ষই উপকৃত হবে। এদিন দুপুরে বাংলাদেশের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী তাজুল ইসলাম কলকাতা পুরসভার সদর দপ্তরে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ও ডেপুটি মেয়র ও স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ অতীন ঘোষের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, দপ্তরের সচিব ও বেশ কয়েকজন আধিকারিক উপস্থিত ছিলেন। বৈঠকে কলকাতায় ডেঙ্গু মোকাবিলায় পুরসভা কি কি ধরণের ব্যবস্থা নিয়েছে তা মন্ত্রীকে জানানো হয়েছে। বলা হয়েছে, প্রথম কাজই হল নিকাশি ব্যবস্থা পরিচ্ছন্ন রাখা এবং শহরে কোথাও পাণি জমতে না দেওয়া। সারা বছর ধরেই এই কাজগুলি করে যাওয়ার পরামর্শ দেওয়া হযেছে।
জানা গেছে, মন্ত্রী তাজুল ইসলাম জানিয়েছেন, তাদের কিছু সমস্যা রয়েছে। তবে পরামর্শ মত তারা কাজ করার চেষ্টা করবেন। ইতিমধ্যেই উত্তর ঢাকা সিটির মেয়র কলকাতা পুরসভার সহায়তা চেয়ে চিঠি পাঠিয়েছেন। জানা গেছে, কলকাতা থেকে পুরসভার এক আধিকারিককে ঢাকায় পাঠানো হতে পারে। পুরসভা সুত্রের খবর, সোমবার ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম ডেঙ্গু মোকাবিলায় কি করণীয় তা নিয়ে কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের সঙ্গে ভিডিওকনফারেন্স করবেন।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031