ভারতীয় জনতা পার্টির উদ্বাস্তু সেলের পক্ষ থেকে বৃৃহস্পতিবার বাংলাদেশ উপ-হাইকমিশনের সামনে বিক্ষোভ হয়েছে বাংলাদেশে সংখ্যালঘুদের নির্যাতন বন্ধ এবং প্রিয়া সাহার নিরাপত্তার দাবিতে। তবে পুলিশ বিক্ষোভকারীদের ৩২ জনকে গ্রেপ্তার করে দ্রুত সরিয়ে নিয়ে যাওয়ায় হাইকমিশনে স্মারকলিপি দেয়ার কথা থাকলেও তা বিক্ষোভকারীরা দিতে পারেন নি বলে জানা গেছে। এদিন দুপুর সাড়ে বারোটা নাগাদ বিজেপি নেতা ও উদ্বাস্তু সেলের আহ্বায়ক মোহিত রাযের নেতৃত্বে একদল বিজেপি কর্মী ট্রাকে করে দুতাবাসের অদূরে নামার পরই পুলিশ তাদের মিছিল করতে বাধা দেয়। এরপরই তাদের গ্রেপ্তার করা হয়। আর কিছু বিজেপি সমর্থক এদিক ওদিক থেকে বিক্ষোভ দেখানোর চেষ্ট করলেও পুলিশ তা তৎপরতার সঙ্গে ব্যর্থ করে দিয়েছে। এদিন এই বিক্ষোভ কর্মসূচি মোকাবিলায় সকাল থেকেই পুলিশ বাহিনী উপ-হাইকমিশনকে নিরাপত্তার ঘেরাটোপে রেখেছিল। রাজ্য বিজেপির সহ সভাপতি বিশ্বপ্রিয় রায় চৌধুরী জানিয়েছেন, প্রায় ২০০ বিজেপি কর্মী-সমর্থক সেখানে গিয়েছিলেন। বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে ডেপুটেশন দেয়ার পরিস্থিতি তৈরি হওয়ার আগেই পুলিশ কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |