সৌদি আরব নারীদের ভ্রমণের ওপর বিধিনিষেধ তুলে নিয়েছে। ফলে এখন তারা পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়াই ভ্রমণ করতে পারবেন। পেতে পারবেন পাসপোর্ট। সৌদি আরবের বাদশা সালমান বিন আবদুল আজিজ স্বাক্ষরিত এক ডিক্রি উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ। এখন থেকে চারদিন আগে ওই ডিক্রি জারি করা হয়েছে। তাতে পরিষ্কার বলা হয়েছে, সৌদি আরবের প্রতিটি নাগরিকের পাসপোর্ট পাওয়ার অধিকার আছে। এতে কোনো লিঙ্গ উল্লেখ করা হয় নি। বিশেষ করে নারীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো বিধিনিষেধের কথা বলা হয় নি।
‘সৌদি ভিশন ২০৩০’ ঘোষণার পর থেকে কর্তৃপক্ষ এখন পর্যন্ত তাদের বিভিন্ন ত্রুটি বিচ্যুতি চিহ্নিত করার চেষ্টা করেছে। এর মধ্য দিয়ে নারীদের নিরাপদ ও ঝামেলামুক্ত জীবন যাপনের ক্ষেত্রে যেসব প্রতিবন্ধকতা ছিল তা সমাধানের চেষ্টা করেছে।