ট্রাকচাপায় অজ্ঞাত এক বৃদ্ধ নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৫৫ বছর রাজধানীর মৎস্য ভবনের সামনে । আজ ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান জানান, ভোরে অজ্ঞাত ওই ব্যক্তি রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় চালক ট্রাকটি ফেলে পালিয়ে যান।
পরে খবর পেয়ে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
এসআই আরও জানান, নিহত ব্যক্তির পরনে ছিল খয়েরি রঙয়ের পাঞ্জাবি ও চেক লুঙ্গি। তার পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।