২৯ মে : চীনে ডিটারজেন্ট পাউডারের বিজ্ঞাপন নিয়ে ব্যাপক সমালোচনা ও বর্ণবাদের অভিযোগ উঠার পর ক্ষমা চেয়েছে দেশটির একটি কোম্পানি। কিয়াউবি নামের ওই ডিটারজেন্ট পাউডারের প্রস্তুতকারী প্রতিষ্ঠান বলছে, তারা বর্ণ-বৈষম্যের পুরোপুরি বিরোধিতা করে ও নিন্দা জানায়।
একইসঙ্গে বিজ্ঞাপনটির কারণে যে সমালোচনার ঝড় উঠেছে সেজন্য তারা আন্তরিকভাবে দুঃখিত। তবে কয়েকদিন আগে প্রতিষ্ঠানটি বলেছিল, বিজ্ঞাপন নিয়ে যে সমালোচনা হচ্ছে সেটি বাড়াবাড়ি। এজন্য পশ্চিমা গণমাধ্যমকেও দায়ী করে প্রতিষ্ঠানটি। বিজ্ঞাপনটি প্রথমে মার্চে প্রকাশ পেলেও তীব্র প্রতিবাদ ও ব্যাপক মিডিয়া কাভারেজের মুখে সেটি প্রচার বন্ধ করে দেয়।
বিতর্কিত ওই বিজ্ঞাপনে দেখা যায়, হাতে একটি ছোট বালতি ও ময়লা টি-শার্ট পড়া এক কৃষ্ণাঙ্গ তরুণকে কৌশলে ওয়াশিং মেশিনের ভেতরে ঢুকিয়েছেন এক চীনা তরুণী। ওয়াশিং মেশিনের ভেতরে ঢুকানোর আগে ডিটারজেন্ট পাউডারের একটি টুকরা ওই তরুণের মুখে ঢুকে দেওয়া হয়।
এর কিছুক্ষণ পর ওই কৃষ্ণাঙ্গ তরুণ পরিষ্কার টি-শার্ট পরা শ্বেতাঙ্গ চীনা তরুণ হয়ে ওয়াশিং মেশিন থেকে উঠে আসছে। যেটি দেখে ওই চীনা তরুণী উচ্ছ্বসিত হয়ে উঠেন। এই বিজ্ঞাপন প্রকাশের পর অনলাইনে সেটি ছড়িয়ে পড়ে ও ব্যাপক সমালোচনার ঝড় উঠে।