সতেরো বছরের হাফছা আক্তার নামে এক কিশোরীকে গত তিনদিন ধরে গরু বাঁধার শেকলে বেঁধে রেখে অমানুষিক নির্যাতন চালিয়েছে তার নানী-খালা-মামাসহ নিকট আত্মীয়রা। ঘটনাটি ঘটেছে বরগুনা জেলার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের দক্ষিণ ভাইজোড়া গ্রামে।
নির্যাতনের শিকার ওই কিশোরী পাথরঘাটা উপজেলার লেমুয়া গ্রামের আবুল হোসেন এর মেয়ে। সে লেমুয়া মাদরাসায় দাখিলের শিক্ষার্থী। গত বুধবার বিকালে স্থানীয় সংবাদকর্মীরা খবর পেয়ে ঘটনাস্থ’লে উপস্থিত হলে পরিবারের লোকজন তাকে শেকল মুক্ত করে।
নির্যাতনের শিকার ওই কিশোরী জানায়, স্থানীয় এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক। এটা পরিবারের লোকজন মানতে রাজি নয়। গত রোববার ওই ছেলের সঙ্গে পালানোর চেষ্টা করে সে। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মিজানুর রহমান তাদের বিয়ে পড়ানোর আশ্বাস দিলে পালানোর সিদ্ধান্ত বাতিল করে।