মোটরসাইকেল দুর্ঘটনায় সোলায়মান হোসেন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় । নিহত সোলায়মান পুরাতন চান্দগাঁও এলাকার নুরুল হকের ছেলে।
বুধবার (৩১ জুলাই) সকাল ৬টার দিকে চান্দগাঁও থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই আলাউদ্দিন তালুকদার এ কথা জানান।
আলাউদ্দিন তালুকদার বলেন, ‘সকাল সাড়ে ৬টার দিকে সোলায়মানকে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি ভোর ৬টার দিকে মোটরসাইকেল চালিয়ে বাসায় যাওয়ার পথে চান্দগাঁও থানার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন ।