সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭ বছরের শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই বিদ্যালয়ের দারোয়ানের বিরুদ্ধে চট্টগ্রামে ।
চট্টগ্রাম সিটি করপোরেশনের ২৮ নং পাঠানটুলী ওয়ার্ডের পাঠানটুলী খান সাহেব আবদুল হাকিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দারোয়ান দীলিপের বিরুদ্ধে এমন অভিযোগে বুধবার সকাল থেকে বিদ্যালয় ঘিরে রেখে বিক্ষোভ করছে এলাকাবাসী।
শিশুটিকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে জানিয়ে ডবলমুরিং থানার ওসি সদিপ কুমার দাশ বলেন, ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্ত দারোয়ান দিলীপকে আটকের চেষ্টা চলছে। তিনি তার থানার একটি টিম ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।