বুধবার মাইক্রোবাসের ধাক্কায় উম্মে তাসনূর আক্তার রিয়া নামে দ্বাদশ শ্রেণির এক ছাত্রী নিহত হয়েছেন কুমিল্লা নগরীর টমসমব্রিজ এলাকায় । তিনি কুমিল্লা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী ছিলেন।
জেলার আদর্শ সদর উপজেলার শিমড়া গ্রামের মৃত শাহজাহান ইসলামের মেয়ে রিয়া।
সূত্র জানায়, বুধবার নগরীর টমসমব্রিজ এলাকায় রিয়াকে দ্রুত গতির একটি মাইক্রোবাস ধাক্কা মেরে চলে যায়। এ সময় আহত রিয়াকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলেজের অধ্যক্ষ প্রফেসর জামাল নাছের জানান, রিয়ার এমন অকাল মৃত্যুতে সরকারি মহিলা কলেজের সবাই আজ শোকাত। নগরীর উত্তর চর্থায় ছোট খালার বাসায় থেকে লেখাপড়া করতো রিয়া। দুই ভাই একবোনের মধ্যে রিয়া সবার ছোট।