সিএনজি স্টেশনের আধিপত্য নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন টাঙ্গাইলের ঘাটাইলে । বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে কলেজ মোড় চত্বরে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- আ. মজিদ, রেজাউল ইসলাম, বাদল মিয়া, ইয়ার মাহমুদ ও মোতালেব হোসেন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, ঘাটাইল উপজেলা অটোরিক্সা, অটোটেম্পু ও সিএনসি স্ট্যান্ডে দুটি কমিটি হয়। একটি কমিটির নেতৃত্বে লিটন সরকার ও আবু সাইদ রুবেল, অপর কমিটির নেতৃত্বে রয়েছেন রফিকুল ইসলাম ও কফিলুর রহমান ভুটান। উভয় কমিটি লোকজন আধিপত্য বিস্তার করতে চাইলে মুখোমুখি হয়। এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিবেশ স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।