ডেঙ্গু মোকাবেলায় কাজ হচ্ছে কি না তা-ই বিষয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কে দেশে কে বিদেশে তা বিষয় নয় । ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাজধানীর জিগাতলায় তিন দিনের পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন করে তিনি একথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রীর মালয়েশিয়া সফর নিয়ে ওবায়দুল কাদের বলেন, কারও ব্যক্তিগত বিষয় নিয়ে তিনি মন্তব্য করতে চান না। বর্তমান পরিস্থিতিকে মানবিক সঙ্কট উল্লেখ করে তিনি বলেন, ডেঙ্গু মোকাবেলায় সবাইকে এক হয়ে কাজ করতে হবে।
অন্য যে কোন চ্যালেঞ্জের মতো ডেঙ্গু মোকাবেলায়ও সরকার সফল হবে বলে আশা প্রকাশ করে ওবায়দুল কাদের। বলেন, পাড়া মহল্লায় এই পরিচ্ছন্নতা অভিযান চলবে। পরিস্থিতি বিবেচনায় স্বাচিপ বিনামূল্যে ডেঙ্গুর রক্ত পরীক্ষা করবে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |