সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন ঢাকার ধামরাই ও কুমিল্লার চৌদ্দগ্রামে । এদের মধ্যে ধামরাইয়ে একটি যাত্রীবাহী বাসের চাপায় তিনজন এবং চৌদ্দগ্রামে গরুবোঝাই একটি ট্রাক উল্টে ৩ জন নিহত হন। আজ সকালে এ দু’টি দুর্ঘটনা ঘটে।
ধামরাই প্রতিনিধি জানান, আজ সকালে ঢাকার ধামরাইয়ের মহাসড়েক সুতিপাড়া নামক স্থানে যাত্রীবাহী বাসের চাপায় ভ্যানচালকসহ ৩ জন মারা গেছেন। পুলিশ ঘাতক বাসকে আটক করতে পারেনি।
জানা গেছে, সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর বাজার থেকে ভ্যানগাড়িযোগে বাড়ি যাচ্ছিলেন আবদুল ফকির, আবদুল সামাদ ও ভ্যানচালক জব্বার। মহাসড়কের সুতিপাড়া নামক স্থানে পৌঁছানো মাত্র বিপরীত দিক থেকে আসা একটি বাস তাদের চাপা দিলে ৩ জনই মারা যায়। ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
চৌদ্দগ্রাম প্রতিনিধি জানান, কুমিল্লার চৌদ্দগ্রামে গরুবোঝাই ট্রাক উল্টে ৩ জন নিহত হয়েছেন।
আজ বুধবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ওই ট্রাকে থাকা ৬টি গরু মারা গেছে। নিহতরা হলেন, ঝিনাইদহ জেলার লাঠিপাড়া গ্রামের খোকন মিয়া, একই গ্রামের সামাউল ও ঝিনাইদহের মহেশপুর সিবানপুর গ্রামের আনোয়ার হোসেন।
চৌদ্দগ্রামের মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঈদুল আজহাকে সামনে রেখে ঝিনাইদহ থেকে গরুবোঝাই একটি ট্রাক নিয়ে চট্টগ্রাম যাচ্ছিলেন ব্যবসায়ীরা। ভোরে চিওড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায় ট্রাকটি। এ সময় ট্রাকে থাকা ৩ জনই ঘটনাস্থলে মারা যান।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। চোখে ঘুম নিয়ে ট্রাক চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।