ছয় শ্রমিক নিহত হয়েছেন সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে । ঘটনাটি ঘটেছে বুধবার সকালে জয়পুরহাটের আক্কেলপুর থানা এলাকার জাফরপুরে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) কিরণ কুমার রায় জানান, সকালে উপজেলার জাফরপুর এলাকার নিখিল চন্দ্রের
বাড়িতে সেপটিক ট্যাংক পরিষ্কার করছিলেন কয়েক শ্রমিক। এ সময় বিষাক্ত গ্যাসে
আক্রান্ত হয়ে ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়।
পরে আরও দু’জনকে আশঙ্কাজনক
অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে
দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ছয় শ্রমিকের লাশ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য তাদের লাশ জয়পুরহাট আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়।