ধস নেমেছে চট্টগ্রাম কাস্টমসে সদ্য সমাপ্ত ২০১৮-১৯ অর্থবছরে গাড়ি আমদানিতে । গাড়ি আমদানিতে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিলো ৬ হাজার ৯৭২ কোটি টাকা। বিপরীতে রাজস্ব আদায় হয় ৪ হাজার ৬৬১ কোটি টাকা। অর্থাৎ রাজস্ব ঘাটতি ২ হাজার ৩১১ কোটি টাকা। কাস্টমস কর্তারা জানান, গাড়ি আমদানি কম হলে রাজস্ব ঘাটতি হবে এটাই স্বাভাবিক। তবে আশা করা হচ্ছে, চলতি অর্থবছরে আমদানিকারকরা আগের চেয়ে বেশি গাড়ি আমদানি করবেন।
কাস্টমস সূত্রে জানা গেছে, গত ২০১৮-১৯ অর্থবছরে জুলাইয়ে রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয় ৬০৬ কোটি টাকা। বিপরীতে আদায় হয় ৩৯১ কোটি টাকা। আগস্টে লক্ষ্যমাত্রা ধরা হয় ৫৮৭ কোটি টাকা, আদায় হয়েছে ৪১০ কোটি, সেপ্টেম্বরে ৫১৭ কোটি লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয় ৪৩৭ কোটি, অক্টোবরে ৫৫৩ কোটি লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় ৪০১ কোটি, নভেম্বরে ৬৪২ কোটির বিপরীতে আদায় ৩৯৫ কোটি এবং ডিসেম্বরে ৪৭৮ কোটি লক্ষ্যমাত্রার বিপরীতে ৩৫৩ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। অন্যদিকে জানুয়ারি মাসে গাড়ি আমদানিতে রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয় ৫৮১ কোটি টাকা, বিপরীতে আদায় হয় ৪৯০ কোটি। ফেব্রুয়ারিতে ৫৮১ কোটি টাকার বিপরীতে আদায় হয় ৩৬৪ কোটি টাকা, মার্চে ৬৪৯ কোটি টাকার বিপরীতে আদায় হয় ৩৩৩ কোটি টাকা, এপ্রিলে ৬২৫ কোটি লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয় ৩৭৬ কোটি টাকা, মে মাসে ৫৭২ কোটি টাকার বিপরীতে ৪০৮ কোটি টাকা এবং জুনে গাড়ি আমদানিতে রাজস্ব লক্ষ্যমাত্রা ৫৭৪ কোটি টাকা ধরা হলেও আদায় হয়েছে মাত্র ২৯৬ কোটি।
দেখা গেছে, কোনো মাসেই লক্ষ্যমাত্রা অনুযায়ী গাড়ি আমদানির রাজস্ব আদায় হয়নি। সব মিলিয়ে সদ্য সমাপ্ত অর্থবছরের রাজস্ব ঘাটতি ছিল ৩৩ দশমিক ১৫ শতাংশ। অন্যদিকে দেখা গেছে, ২০১৭-১৮ অর্থবছরের গাড়ি আমদানিতে রাজস্ব ঘাটতি ছিল ৪৬১ কোটি টাকা। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে ৮ দশমিক ২৬ শতাংশ রাজস্ব ঘাটতি হয়েছে। আমদানি-রপ্তানি সংশ্লিষ্টরা বলছেন, ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে রিকন্ডিশন্ড গাড়ি ব্যবসায়ীদের সংগঠন বারভিডার একটি প্রস্তাবে জাতীয় রাজস্ব বোর্ড প্রিমিও থেকে ততোধিক মূল্যের গাড়ির ওপর শুল্ককর বাড়ায়। এতে তুলনামূলকভাবে কম দামি গাড়ি আমদানি বাড়লেও বেশি দামি গাড়ির আমদানি কমেছে।
এদিকে কয়েকজন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রামে ট্যারিফ চার্জ বেশি। ইয়ার্ড ভাড়া এবং ডেমারেজও বেশি গুণতে হয়। অন্যদিকে মংলা বন্দরে ট্যারিফ চার্জ কম হওয়ায় ব্যবসায়ীরা গাড়ি খালাসে মংলায় বেশি ঝুঁকছেন বলেও তারা জানান।
গাড়ি আমদানি কমে যাওয়া প্রসঙ্গে জানতে চাইলে চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ ফখরুল আলম দৈনিক আজাদীকে বলেন, গাড়ি আমদানিকারকরা গাড়ি আমদানি করেননি তাই কাঙ্ক্ষিত রাজস্ব আদায় হয়নি। অনেকে বলছেন, মংলা বন্দরে বেশি খালাস হয়েছে, শুল্ক তো একই। সুতরাং এই তথ্যটি ঠিক নয়।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031