বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত সাংগঠনিক পরিচয় নিয়ে বিভ্রান্তি সৃষ্টির কারণে প্রিয়া সাহাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন । মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে
প্রিয়া সাহার সাক্ষাৎকার প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গতকাল সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে এডভোকেট রানা দাশগুপ্ত বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্রিডম হাউজের এক বিজ্ঞপ্তিতে প্রিয়া সাহাকে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়েছে। কোন কোন মার্কিন গণমাধ্যমে আমাকে সংগঠনের সভাপতি আর প্রিয়া সাহাকে সাধারণ সম্পাদক উল্লেখ করা হয়েছে। প্রকৃতপক্ষে আমি এই সংগঠনের সাধারণ সম্পাদক। প্রিয়া সাহা সংগঠনের অন্যতম সাংগঠনিক সম্পাদক। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রিয়ার অবস্থানকালে সাংগঠনিক পরিচিতি নিয়ে সৃষ্ট বিভ্রান্তির প্রেক্ষিতে এটিকে সংগঠন বিরোধী কর্মকাণ্ড বিবেচনা করা হয়। যে কারণে গত ২৩শে জুলাই তাকে এই পরিষদ থেকে সাময়িকভাবে বহিস্কার করে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |